ইস্তাম্বুল মেট্রোতে বাড়ছে নারী চালকের সংখ্যা

|

তুরস্কের ইস্তাম্বুলে মেট্রো রুটে বাড়ছে নারী চালকের সংখ্যা। নারীদের অংশগ্রহণ বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইস্তাম্বুল মিউনিসিপ্যাল। খবর তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ’র।

বর্তমানে ইস্তাম্বুল মেট্রোতে ১১জন নারী চালক রয়েছেন। নতুন করে আরো ৮৮জন নারীকে ট্রেন চালানোর প্রশিক্ষণ দিয়ে মেট্রোর চালক হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে ইস্তাম্বুল মেট্রো।

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামুগলু বৃহস্পতিবার তাদের হাতে প্রশিক্ষণ শেষে সনদ তুলে দেন। এরফলে ইস্তাম্বুল মেট্রোতে বর্তমানে চালকের সংখ্যা বেড়ে ৭৭২জন হয়েছে বলেও জানান মেয়র।

ইস্তাম্বুল মেট্রো তাদের নারী কর্মকর্তার সংখ্যাও বাড়াতে চলছে। চলতি বছরই তারা ৯৩জন নারীকে বিভিন্ন পদে নিয়োগ দেয়। যেখানে তাদের গত বছর মাত্র ৪জন নারী চালক নিয়োগ দেয়া হয়েছিল।

বর্তমানে দেশটিতে নারীদের চাকুরীতে অংশগ্রহণের হার ৩০ শতাংশ যা ২০২৩ সালের মধ্যে ৩৪ শতাংশে উন্নীত করার প্রক্রিয়া চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply