গোসল করতে গিয়ে নিখোঁজ: ২২ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার

|

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লার তিতাসের রসুলপুর গ্রামে গোমতী নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার দুপুর সাড়ে বারোটায় উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের রসুলপুর গ্রামে দাদীর সাথে গোমতী নদীতে গোসল করতে নেমেছিল ওই দুই শিশু। শিশু দুটি রসুলপুর গ্রামের একই পরিবারের হোসেন মোল্লার মেয়ে ফাতেমা আক্তার (৬) ও মহসীন মোল্লার মেয়ে মনিজা আক্তার (৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে গোমতী নদীতে গোসল করতে নেমে শিশু দুটি পানিতে ডুবে যায়। পরে তাদের খোঁজ না পেয়ে স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন করলে বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে আসে তিতাস থানা পুলিশ। এর পর ফায়ার সার্ভিসকে খবর দিলে সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘন্টা উদ্ধার অভিযান চালিয়েও কোন খোঁজ পায় নি। পরে সন্ধ্যা সাতটার দিকে প্রথমদিনের মত উদ্ধার অভিযান সমাপ্ত করে।

শনিবার সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু করলে বেলা পৌনে ১১টার দিকে শিশু দুটির মৃতদেহ পানিতে ভেসে উঠলে তাদের উদ্ধার করা হয়। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply