টেন্ডুলকারের নাম ভাঙিয়ে কোচ নিয়োগের অভিযোগ

|

মুম্বাইয়ের নানা পর্যায়ের বয়সভিত্তিক রাজ্য দলগুলোয় কোচ, নির্বাচক, ট্রেনার, ফিজিওথেরাপিস্ট নিয়োগ চলছে। আর এ নিয়োগে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) কাউন্সিল সদস্যরা শচীন টেন্ডুলকারের নাম ব্যবহার করে এসব নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব রাখছেন বলে অভিযোগ তুলেছেন এমসিএ’র সিএসি চেয়ারম্যান লালচাঁদ রাজপুত।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, দায়িত্ব পালন করতে গিয়েই এমন অভিযোগ তুলেছেন লালচাঁদ। এ নিয়ে এমসিএ সভাপতি বিজয় পাতিলকে মেইলও করেছেন তিনি। খবরে বলা হয়, সংক্ষিপ্ত তালিকায় মোট ২৪ প্রার্থীকে বিবেচনা করা হয় সাক্ষাৎকারের জন্য। টেন্ডুলকারের নাম ব্যবহার করে এর মধ্যে বেশ কয়েকজনের নির্বাচনে প্রভাব খাটিয়েছেন।

মেইলে লালচাঁদ লিখেছেন, ‘আমরা শচীন টেন্ডুলকারকে সম্মান করি। কিন্তু তার নাম অপ্রয়োজনীয় জায়গায় ব্যবহার করা হচ্ছে। এক্স, ওয়াই, জেডকে নির্বাচনের সুপারিশ করেছেন টেন্ডুলকার, এমন কথা বলা হচ্ছে। আমরা ভালো করেই জানি শচীনের কোনো পরামর্শ থাকলে সেটি সে সরাসরি এমসিএ সভাপতিকে বলবে। সে একজন আইকন, আমরা তাকে সম্মান করি এবং কোনো পরামর্শ বা সুপারিশ থাকলে সেটি বলার পুরো অধিকার তার আছে।’

তবে ওই মেইলে লালচাঁদ কারও নাম উল্লেখ করেননি। মেইলে তিনি ‘কিছু নির্দিষ্ট মানুষ’ কথাটা লিখেছেন। গত বুধ ও বৃহস্পতিবার কোচ নিয়োগে ২৪ প্রার্থীর সাক্ষাৎকার নেন সিআইসি সদস্য লালচাঁদ, সমীর দীঘে ও রাজু কুলকার্নি।

উল্লেখ্য, ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান টেন্ডুলকার মুম্বাই রাজ্য দল থেকেই উঠে এসেছেন। মুম্বাইয়ের সাবেক এ ক্রিকেটারের দখলেই এখনো আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান ও সেঞ্চুরির রেকর্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply