ভারতে শুরু হচ্ছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল

|

ভারতে শুরু হচ্ছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল

যুক্তরাজ্যের পর ভারতেও শুরু হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল। সোমবার, বিষয়টি নিশ্চিত করা হয়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানায়, বিশ্বজুড়ে বর্তমানে ১৮ হাজার স্বেচ্ছাসেবী পরীক্ষামূলক টিকা গ্রহণ করছেন। প্রত্যেকটি কেস সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় ব্রিটিশ গবেষক দল।

যুক্তরাজ্যে একজন টিকাগ্রহীতা অসুস্থ হয়ে পড়ায় গত সপ্তাহে সাময়িকভাবে স্থগিত করা হয় হিউম্যান ট্রায়াল।

পৃথক বিবৃতিতে ব্রিটিশ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানায়, আগেই মস্তিষ্ক প্রদাহ ছিলো ঐ ব্যক্তির। যা, প্রতিষেধক গ্রহণের পর নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে, মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি M-H-R-A’র অনুমোদনের পর ব্রিটেনে ফের পরীক্ষামূলক ট্রায়াল শুরু হলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply