আজ চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন’র জন্মদিন

|

আজ ভারতীয় চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন’র জন্মদিন। ১৯১৫ সালের এই দিনে মহারাষ্ট্রে তিনি জন্মগ্রহণ করেন। তিনি এম.এফ. হুসেন নামেই বেশি পরিচিত। কোনরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ছবি আঁকা শিখেছিলেন বিখ্যাত এই চিত্রশিল্পী৷

হুসেন প্রথম চিত্র শিল্পী হিসেবে পরিচিত হন ১৯৪০ সালে । ১৯৪৭ সালে তিনি Progressive Artists’ Group এ যোগদান করেন যেটির প্রতিষ্ঠাতা ফ্রান্সিস নিউটন সুজা। তার প্রথম একক চিত্র প্রদর্শনী হয় জুরিখে ১৯৫২ সালে এবং পরের কয়েক বছরে তার কর্ম ব্যাপক ভাবে বিস্তার লাভ করে ইউরোপ এবং আমেরিকাতে।

১৯৫৫ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পদকে ভুষিত করে। এর পরের বছরই তিনি তার প্রথম চলচ্চিত্র থ্রু দ্য আইজ অব আ পেইন্টার নির্মাণ করেন। এই চলচ্চিত্রটি বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং গোল্ডেন বেয়ার পদক প্রাপ্ত হয়। এছাড়া তার পরিচালিত গজ গামিনী চলচ্চিত্রে জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত মূল ভূমিকায় অভিনয় করেন।

১৯৭৩ সালে তিনি পদ্ম ভূষণ পুরস্কার এবং ১৯৮৬ সালে রাজ্য সভায় মনোনয়ন পান। তিনি ১৯৯১ সালে পদ্ম বিভূষণ পুরস্কার পান।

২০০৬ সালে দেশ ছাড়েন তিনি। এরপর দুবাই অথবা লন্ডনে থাকতেন। ২০১০ সালে কাতারের আমীর নাগরিকত্ব নেয়ার প্রস্তাব দেন শিল্পীকে। তিনি তা গ্রহণ করেন।

২০১১ সালের ৯ জুন লন্ডনের রয়াল ব্রম্পটন হাসপাতালে ৯৫ বছর বয়সে তিনি মারা যান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply