চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক সপরিবারে করোনায় আক্রান্ত

|

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক সপরিবারে করোনায় আক্রান্ত। বর্তমানে সরকারি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তারা।

বুধবার রাতে নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা পজেটিভ হন চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। তার হালকা জ্বর এবং মৃদু কাশি উপসর্গ রয়েছে বলে জানান জেলা প্রশাসনের স্টাফ অফিসার। এর আগে গত রোববার জেলা প্রশাসকের স্ত্রী ফারহানা নাহার করোনাভাইরাসে আক্রান্ত হন।

অন্যদিকে গত এক সপ্তাহ ধরে স্ত্রী-পুত্রসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ। তিনি বিভাগীয় করোনাভাইরাস প্রতিরোধ কমিটিরও সভাপতি। বিভাগীয় কমিশনার, তার স্ত্রী লায়লা আজাদ এবং বড় পুত্র শুভ’র বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন সিভিল সার্জন।

গত মার্চে দেশে করোনা প্রকোপ শুরুর পর থেকে চট্টগ্রামে সংক্রমণ প্রতিরোধ, সহায়তা কার্যক্রমসহ সরকারি নানা উদ্যোগ বাস্তবায়নে মাঠে থেকে নেতৃত্ব দেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply