রাজবাড়ীতে ৭ শতাধিক কৃষক বিনামূল্যে পেলো সবজি বীজ

|

রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ী সদর উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় বন্যায় ও অতি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সাত শতাধিক কৃষকদের মাঝে সবজির বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা কৃষি অফিস হলরুমে এ বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দিন সেক জানান, জনপ্রতি কৃষক পারিবারিক পুষ্টি নিরাপত্তার জন্য ১২ প্রকারের স্বল্প মেয়াদী হিসেবে ডাটাশাক, গিমাকলমি, মূলাশাক, পালংশাক এবং মধ্য মেয়াদী হিসেবে শসা, লাউ, মিষ্টি কুমড়া, করলা, মরিচ, বরবটি ও শিম সবজি বীজ বিতরণ করা হয়।

সবজির বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাঈদুজ্জামান খান, সদর উপজেলা কৃষি অফিসার মো. বাহাউদ্দিন সেক, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. তোফাজ্জল হোসেনসহ উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply