অবজ্ঞা সইতে না পেরে ৭০ অভিবাসনপ্রার্থীর সমুদ্রে ঝাঁপ

|

ইতালি সরকারের অবজ্ঞা সইতে না পেরে সমুদ্রে ঝাঁপ দিলো কমপক্ষে ৭০ অভিবাসনপ্রার্থী। বৃহস্পতিবার, তাদের উদ্ধার করে স্বেচ্ছাসেবী দল ‘স্প্যানিশ চ্যারিটি ওপেন আমর্স’।

চলতি মাসেই, ২৮০ অভিবাসনপ্রার্থী বোঝাই একটি নৌকা উদ্ধার করে স্বেচ্ছাসেবী দলটি। ভুক্তভোগীদের অভিযোগ, মাল্টা ও সিসিলিতে প্রবেশে বাধা পায় তারা। এরপরই, নৌযানটি ইতালির পালেরমো বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানেও, সমুদ্র উপকূলে তাদের অপেক্ষায় রাখে ইতালি সরকার। কিন্তু, বারবার উপেক্ষা সইতে না পেরে আত্মহত্যা এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করেন যাত্রীরা।

ইইউ’র কাছে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, আফ্রিকা থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে আসা অভিবাসনপ্রার্থীদের ফিরিয়ে দিচ্ছে ইউরোপীয় দেশগুলো। যাতে বাড়ছে প্রাণহানি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply