বিশ্বের মোট করোনা সংক্রমিতদের ১৪ শতাংশই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী

|

বিশ্বে করোনা থেকে সুস্থ ১ কোটি ৭৯ লাখের বেশি মানুষ

বিশ্বের মোট করোনা সংক্রমিতদের ১৪ শতাংশই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। কোন-কোন দেশে সংখ্যাটি ৩৫ ভাগের বেশি- এমন তথ্য জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে, ডব্লিওএইচও’র ইউরোপীয় অঞ্চলের পরিচালকের দাবি- মহাদেশটিতে মারাত্মক আকার ধারণ করছে কোভিড নাইনটিন। অঞ্চলটিতে নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ভয়াবহতার সংকেত দিচ্ছে। জাতিসংঘের শঙ্কা- মহামারির কারণে প্রশ্নবিদ্ধ হচ্ছে বাদবাকি উন্নয়ন কর্মসূচি।

মৃত্যু নিশ্চিত জেনেও, মহামারি চলাকালে রোগীদের সেবায় দিনরাত কাজ করে যাচ্ছেন সারাবিশ্বের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এবার, তাদের সুরক্ষায় ৫ দফা চার্টার ঘোষণা করলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যারমাধ্যমে, সহিংসতা-মানসিক অবসাদ-শারীরিক ও জৈবিক ঝুঁকি থেকে চিকিৎসাকর্মীদের রক্ষায় কাজ করবে সরকার।

ডব্লিওএইচও’র মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, কোভিড নাইনটিন প্রতিনিয়ত স্মরণ করাচ্ছে, প্রাণরক্ষায় কতোটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাদের ঋণ শোধ করার মতো নয়। বিশ্বজুড়ে সংক্রমিতদের তালিকায় ১৪ শতাংশই চিকিৎসাকর্মীরা। কোন-কোন দেশে সংখ্যাটি ৩৫ ভাগের বেশি। তাদের সুরক্ষায় এবার ৫ দফা বিধিমালা মেনে চলার অনুরোধ রইলো।

এদিকে ডব্লিওএইচও’র ইউরোপীয় বিভাগের দাবি, শুধু সেপ্টেম্বরেই আশঙ্কাজনক হারে মহাদেশটিতে বেড়েছে নতুন সংক্রমন। যা দিচ্ছে আসন্ন ভয়াবহতার ইঙ্গিত।

ডব্লিওএইচও’র ইউরোপীয় অঞ্চলের পরিচালক হানস ক্লুজ বলেন, বসন্ত ও গ্রীষ্মে আমরা কঠোর লকডাউনের সুফল পেতে শুরু করেছিলাম। জুন মাসে আক্রান্তের সংখ্যা সর্বনিম্নে পৌঁছায়। তবে, সেপ্টেম্বরে সংক্রমনের পরিমাণ আমাদের জন্য সতর্কবার্তা। দ্বিতীয়দফা মহামারির ধাক্কা সামলাতে এরইমধ্যে ইউরোপীয় দেশগুলো স্থানীয় কড়াকড়ি আরোপ করছে। তাদের বলবো- ১৪ দিনের কোয়ারেইনটাইনের সময় বৃদ্ধি করুন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply