ইউরোপে দ্বিতীয় দফায় ‘আশঙ্কাজনক হারে’ ছড়াচ্ছে করোনা সংক্রমন: ডব্লিওএইচও

|

৩০ মিনিটের মধ্যেই করোনা শনাক্তে নতুন কর্মসূচি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইউরোপে দ্বিতীয়দফায় ‘আশঙ্কাজনক হারে’ ছড়াচ্ছে করোনাভাইরাসের সংক্রমন। নতুন শনাক্তের সংখ্যা সববয়সীদের জন্যেই চিন্তার কারণ- এমনটা হুঁশিয়ার করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক।

ডব্লিওএইচও’র ইউরোপীয় অঞ্চলের পরিচালক হানস ক্লুগ বলেন, সম্মিলিত প্রচেষ্টায় জুন মাস পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা গেছে করোনাভাইরাসকে। কিন্তু, সেপ্টেম্বরে এ মহাদেশে সংক্রমন শনাক্ত আশঙ্কাজনক হারে বেড়েছে। যা, সবার জন্যেই সর্তকবার্তা। ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান, কোভিড নাইনটিন খুবই নির্দয়।

তিনি আরও বলেন, প্রত্যেক দেশ, জনসংখ্যা এবং সংক্রমনের হার অনুসারে ব্যবস্থা গ্রহণ করা উচিৎ। আর, ১৪ দিনের কোয়ারেনটাইনের সময়টাও বৃদ্ধি করা দরকার। কেননা, সুস্থতার পরও থেকে যায় ঝুঁকি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply