করোনা শনাক্তে পিসিআর পরীক্ষার পাশাপাশি অ্যান্টিজেন টেস্টের সিদ্ধান্ত

|

দ্রুত করোনা রোগী শনাক্তে পিসিআর পরীক্ষার পাশাপাশি অ্যান্টিজেন টেস্টের নীতিগত সিদ্ধান্ত কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সাথে পরামর্শক কমিটির ১৯তম অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বলা হয়, বর্তমানে পিসিআর টেস্টের মাধ্যমে কোভিড পরীক্ষার পরিমাণ তুলনামূলকভাবে কম; তাই পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করতে পারলে বেশি রোগী শনাক্ত করা যাবে। কোভিড রোগ নির্ণয়ে অ্যান্টিজেন টেস্টের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জাতীয় পরামর্শক কমিটি মনে করে, পিসিআর, অ্যান্টিজেন ও অ্যান্টিবডি টেস্ট করোনা পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া করোনা মহামারির মধ্যে সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে দুর্গা পূজা উদযাপন করার পরামর্শও দেয়া হয়েছে। একইসাথে স্বাস্থ্য অধিদফতরের মাস্ক বিষয়ক ক্যাম্পেইন দ্রুত বাস্তবায়নের পরামর্শ দেয়া হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply