পাঁচ ঘণ্টা পর দিনাজপুরের সঙ্গে ঢাকা-রাজশাহী-খুলনার ট্রেন ফের চালু

|

হিলি প্রতিনিধি:

অবশেষে প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর স্বাভাবিক হলো পার্বতীপুর-সান্তাহার, রাজশাহী ও ঢাকা রুটের ট্রেন চলাচল। হিলি’র ডাঙ্গাপাড়া নামক স্থানে নির্মাণাধীন ব্রিজের উপর লাইনচ্যুত হওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি উদ্ধারের পর রাত ১০টা থেকে এই রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

হিলি রেলস্টেশন মাস্টার রুহুল আমিন জানান, আজ শনিবার বিকেলে বিরামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি হিলি’র ডাঙ্গাপাড়া নামক স্থান অতিক্রম করার সময় বেলা ৪টা ৪০ মিনিটের দিকে সেখানে রেলের নির্মাণাধীন একটি ব্রিজ পার হওয়ার সময় লাইনচ্যুত হয়। পরে পার্বতীপুর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে ট্রেনটি উদ্ধার করে। রাত ১০টা ১৫ মিনিটের দিকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply