চীনকে পাল্টা হামলার ঘোষণা তাইওয়ানের

|

ছবি: ইন্টারনেট।

দেশের বাঁচাতে প্রয়োজনে চীনের ওপর পাল্টা হামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তাইওয়ান। দেশটির সামরিক বাহিনী বলছে, আত্মরাক্ষার্থে ‘হয়রানি ও হুমকির জবাব দেয়ার অধিকার রয়েছে তাইওয়ান সশস্ত্রবাহিনীর।

পাকিস্তানের দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়, চীন সতর্কতা হিসেবে গত সপ্তাহে তাইওয়ান প্রণালীর স্পর্শকাতর স্থানে কয়েকটি যুদ্ধবিমান পাঠায়। এরই প্রেক্ষিতে বেইজিংকে সতর্কবার্তা দিল তাইপে।

তাইওয়ানের কিছু অঞ্চল চীন বিচ্ছিন্ন অঞ্চল হিসেবে দাবি করায় সামরিক উত্তেজনা বেড়ে গেছে তাইওয়ানে। সম্প্রতি তাইপে মার্কিন শীর্ষ কর্মকর্তার আনোগোনায় সীমান্তে যুদ্ধবিমান ও রণতরী পাঠিয়ে ওয়াশিংটন হুঁশিয়ারি দেয় চীন।

প্রতিবেদনে আরও বলা হয়, তাইওয়ান প্রণালীর মাঝ বরাবর কয়েকটি যুদ্ধবিমান উড়ে গেছে। এটিকে হুমকি হিসেবেই দেখছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। এদিকে গত সপ্তাহে তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে তিনদিনের সফর তাইপেতে আসেন মার্কিন অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি কেইথ ক্রাচ। তখনই তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া চালায় চীন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply