রিজেন্ট কেলেঙ্কারিতে সাহেদসহ ৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

|

রিজেন্ট কেলেঙ্কারির ঘটনায় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক আমিনুল হাসান, হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম’সহ ৫ জনকে আসামি করে মামলার অনুমোদন দিয়েছে দুদক। তবে মামলায় আসামি করা হয়নি স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদকে।

৬ জুলাই করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র‍্যাব। এরপর হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। ৭ জুলাই করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট দেয়া’সহ বিভিন্ন অভিযোগে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়। পরে ১৫ জুলাই ভোরে সাতক্ষীরা সীমান্তের দেবহাটা থেকে গ্রেফতার করা হয় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply