“খুন হওয়া” কিশোরী জীবিত উদ্ধার: তদন্তের নির্দেশ হাইকোর্টের

|

ফাইল ছবি।

নারায়ণগঞ্জে জীবিত থাকা স্বত্তেও ধর্ষণের পর হত্যা করা হয়েছে; পুলিশের এমন ভুয়া তদন্ত প্রতিবেদন দেয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৪ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ।

সকালে বিচারপতি ইনায়ায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গেলো ১৭ সেপ্টেম্বর ভুয়া তদন্ত প্রতিবেদন দেয়া দুই পুলিশ কর্মকর্তা আদালতে এ বিষয়ে ব্যখ্যা দিয়েছিলেন। সে সময় আদালত বলেন, বিশ্বে এমন কোনো নজির নেই, কেউ অপরাধ না করেও দোষ স্বীকার করে।

নারায়ণগঞ্জে সম্প্রতি এক কিশোরী নিখোঁজ হলে ধর্ষনের পর হত্যা করা হয়েছে বলে রিপোর্ট দেয় পুলিশ। কয়েক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিও নেয়া হয়। তবে, কিছুদিন পর ওই কিশোরী ফিরে আসলে শুরু হয় তোলপাড়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply