সৌদিতে যারা যেতে পারবে না তাদের নিয়ে আলোচনা চলছে: পররাষ্ট্রমন্ত্রী

|

ফাইল ছবি

সৌদি আরব থেকে ছুটিতে আসা শ্রমিকদের বেশিরভাগই বর্ধিত ২৪ দিনের মধ্যেই ফিরে যেতে পারবে; যারা পারবে না, তাদের বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, সৌদি আরবে বিমানের বাতিল হওয়া সব ফ্লাইট ১ অক্টোবর থেকে চালু হবে । সৌদি আরব যেতে করোনার পরীক্ষার পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে। সেখানে পৌঁছে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে।

প্রবাসীদের টিকিট এবং ভিসা নিতে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন আব্দুল মোমেন। তৃতীয় পক্ষের উস্কানিতে পা না দেয়ার অনুরোধও করেন, মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply