ক্রেডিট কার্ডে ২০ শতাংশের বেশি সুদ নয়

|

ক্রেডিট কার্ডের ওপর সুদের হার ২০ শতাংশের বেশি নির্ধারণ করা যাবে না বলে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে এই নির্দেশনা কার্যকর হবে।

বৃহস্পতিবার বিকেলে, এ সংক্রান্ত পরিপত্র সকল ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে। দেশে ৯ লাখেরও বেশি ক্রেডিট কার্ড ব্যবহারকারী রয়েছেন।

নতুন নীতিমালায় বলা হয়েছে, কার্ডে ঋণের যে সীমা দেওয়া হয়েছে, তার সর্বোচ্চ অর্ধেক টাকা নগদ উত্তোলন করা যাবে। বিল পরিশোধের সময় পার হলে, পাওনা অর্থের ওপর সুদ আরোপ করবে ব্যাংক। তবে কোনোভাবেই লেনদেনের তারিখ হতে সুদ আরোপ করা যাবে না।

বর্তমানে ৩৫টি ব্যাংকের ক্রেডিট কার্ড সেবা রয়েছে। জুলাই মাসে ২৬টি ব্যাংকের ক্রেডিট কার্ডের সুদ ২০ শতাংশের ওপরে ছিলো। ওই সময়ে ২৭ শতাংশ সুদ নিয়েছে পাঁচটি ব্যাংক।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply