ভারত ছাড়লো মোটর কোম্পানি হার্লে ডেভিডসন

|

বিশ্বের সবচেয়ে বিশাল মোটরবাইক ক্রয়-বিক্রয়ের বাজার ভারত ছাড়লো, হার্লে ডেভিডসন। বৃহস্পতিবার, আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানায় মার্কিন নির্মাতা প্রতিষ্ঠানটি।

বিবৃতিতে জানায়, খুব শিগগিরই ভারতে উৎপাদন বন্ধ করবে জনপ্রিয় ব্র্যান্ডটি। ফলে, সাড়ে ৭ কোটি ডলারের লোকসান গুণতে হবে তাদের। ধীরে-ধীরে কমিয়ে আনবে বিক্রির পরিমাণও। ক্রেতা চাহিদার কারণে ২০১১ সালে, ভারতের ‘বাওয়ালে’ কারখানা প্রতিষ্ঠা করে হার্লে ডেভিডসন। দেশটিতে বছরে এক লাখ ৭০ হাজার মোটরবাইক বিক্রি হয়। কিন্তু দেশীয় প্রতিষ্ঠান ‘হিরো’ এবং জাপানের মোটরবাইক কোম্পানি ‘হোন্ডা’র সাথে দামে পাল্লা দিতে পারছিলো না তারা। এছাড়া মোদি প্রশাসনের বিদেশি পণ্য বর্জন নীতি এবং প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নীতিমালা প্রণয়নের কারণেও অনেকে ছাড়ছে ভারত। এর আগে টয়োটা, ফোর্ড ও জেনারেল মোটরস দেশটি থেকে গুটিয়ে নেয় ব্যবসা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply