অ্যালেন গিন্সবার্গের গীতি নৃত্যনাট্য ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ মঞ্চস্থ

|

স্টাফ রিপোর্টার, যশোর:

মহান মুক্তিযুদ্ধ বাংলা ও বাঙালির এক শ্রেষ্ঠ অর্জন। আর এ অর্জনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যশোর জেলা। মুক্তিকামী মানুষের অদম্য প্রত্যয়ে দেশের মধ্যে প্রথম শত্রুমুক্ত হয় এই জেলা।

আর এ মুক্তিযুদ্ধের সাথে জড়িয়ে রয়েছে ‘যশোর রোড’। তৎকালীন শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা ও যুদ্ধের তথ্যচিত্র নিয়ে মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ ইতিহাসের এক অনন্য দলিল।

মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের সেই কালজয়ী কবিতা অবলম্বনে শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপচে পড়া সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে মঞ্চস্থ হয় ‘সেপ্টেম্বর অন যশোর রোড’।

মুজিববর্ষ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ গীতি নৃত্যনাট্য পরিবেশনার মধ্য দিয়ে বৈশ্বিক মহামারি করোনায় প্রায় ছয় মাস স্থবির থাকা যশোর সংস্কৃতি অঙ্গনে প্রাণসঞ্চার হয়েছে।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানসহ ছয় শতাধিক সংস্কৃতিপ্রেমী এ পরিবেশনা উপভোগ করেন।

সুকুমার দাস গীতি নৃত্যনাট্যটির গ্রন্থনা ও সামগ্রিক পরিচালনা করেছেন। নৃত্যাংশ পরিচালনা করেছেন নৃত্য শিক্ষক সঞ্জীব চক্রবর্তী জন ও খাদিজা ইসলাম। সংগীতাংশ পরিচালনা করেছেন তাওহিদুল ইসলাম ও শায়ন্তনী দেবনাথ। এছাড়া নাট্যাংশ পরিচালনা করেছেন কামরুল হাসান রিপন ও ভিডিও সম্পাদনা করেছেন অসীম সাহা।

জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি অধ্যাপক সুকুমার দাস জানান, মহান মুক্তিযুদ্ধে যশোর রোডের শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা ও যুদ্ধের চিত্র নিয়ে লেখা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি খান মোহাম্মদ ফারাবি বাংলায় ভাষান্তর করেন। এর অনেক পরে ১৯৯৯ সালে ভারতীয় সংগীতশিল্পী মৌসুমী ভৌমিক কবিতাটি ভাবানুবাদ করে গানে রূপ দেন।

আট থেকে সাড়ে আট মিনিটের এই গান নিয়েই নির্মিত হয়েছে গীতি নৃত্যনাট্য ’সেপ্টেম্বর অন যশোর রোড’। যা মঞ্চে ৪৫ মিনিট ধরে উপস্থাপন করা হয়েছে। মঞ্চদৃশ্যে বৃটিশ আমল থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের নিপীড়িত মানুষের হাহাকার ও গণহত্যার দৃশ্যপট মেলে ধরা হয়েছে।

এদিকে বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবে স্থবির হয়ে পড়ার প্রায় ছয় মাস পর যশোরের শিল্পীদের পরিবেশনায় এ গীতি নৃত্যনাট্য মঞ্চায়ন হওয়ায় উচ্ছাস প্রকাশ করেছেন সংস্কৃতিপ্রেমীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply