ধোনিদের গ্লুকোজ খেয়ে মাঠে নামার পরামর্শ শেহবাগের

|

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চেন্নাই সুপার কিংস টানা দুই ম্যাচে হেরে যাওয়ায় ধোনিদের গ্লুকোজ খেয়ে মাঠে নামার পরামর্শ দিয়েছেন বীরেন্দ্র শেহবাগ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১২তম আসরে জয় দিয়েই শুরু করেছে চেন্নাই সুপার কিংস। এরপর টানা দুই ম্যাচে হেরে সমালোচনার মুখে পড়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি।

চলতি আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারায় চেন্নাই। এরপর টানা দুই ম্যাচে রাজস্থান রয়্যালস এবং শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরে যায় ধোনির নেতৃত্বাধীন দলটি।

চেন্নাইয়ের টানা দুই হারের পর ঘরে-বাইরে চলছে সমালোচনা। ২২ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২১৭ রানের পাহাড় ডিঙ্গাতে নেমে ২০০ রানে ইনিংস গুটায় চেন্নাই। আর দিল্লির বিপক্ষে শুক্রবার ১৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমেও ধোনিরা হেরে যায় ৪৪ রানের ব্যবধানে।

চেন্নাইয়ের টানা দুই ম্যাচে হারের পর ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ এক টুইট বার্তায় লিখেছেন, চেন্নাইয়ের ব্যাটসম্যানরা তো খেলতেই পারছে না। পরের ম্যাচে গ্লুকোজ খেয়ে মাঠে নামতে হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply