৩০ মিনিটের মধ্যেই করোনা শনাক্তে নতুন কর্মসূচি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

|

৩০ মিনিটের মধ্যেই করোনা শনাক্তে নতুন কর্মসূচি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

৩০ মিনিটের মধ্যেই কোভিড নাইনটিন শনাক্তে, বিশ্বের ১৩৩টি দেশে নতুন কর্মসূচি শুরু করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

যারজন্য খরচ হবে মাত্র পাঁচ ডলার। স্বল্প-মধ্যম আয়ের দেশ, এবং পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী বা গবেষণাগার নেই- এমন এলাকাগুলোয় মহামারির প্রকৃত চিত্র নির্ণয়ে নেয়া হলো এ পদক্ষেপ। আগামী ছয় মাসে ১২ কোটি টেস্টকিট সরবরাহ করা হবে। একে মাইলফলক আখ্যা দিয়েছেন ডব্লিউএইচও মহাপরিচালক। পরিকল্পনাটি বাস্তবায়নে প্রাথমিকভাবে প্রয়োজন ৬০ কোটি ডলার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম বলেন, উদ্যোগ বাস্তবায়নে, দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটসের সাথে সমন্বিতভাবে কাজ করবে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাবট এবং এসডি বায়োসেন্সর। নতুন এ টেস্ট কিট সহজে বহনযোগ্য। এটির সহজ ব্যবহার প্রক্রিয়ায় পিসিআর টেস্ট সম্পন্নে দক্ষ স্বাস্থ্যকর্মীর দরকার হবে না। ফলে উচ্চ সংক্রমণের শিকার, প্রান্তিক অঞ্চলগুলোতে কোভিড টেস্টিং সক্ষমতা বাড়বে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply