জেএমআই চেয়ারম্যান আবদুর রাজ্জাক ৫ দিনের রিমান্ডে

|

এন-৯৫ মাস্ক জাতিয়াতির ঘটনায় দুদকের করা মামলায় গ্রেফতার ঠিকাদারি প্রতিষ্ঠান জেএমআই হাসপাতাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমেটেডের কর্ণধার মো. আবদুর রাজ্জাককে ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েস এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) আবদুর রাজ্জাককে গ্রেফতার করে।

এদিকে, মঙ্গলবারই আবদুর রাজ্জাকের বিরুদ্ধে দুদকের উপ-পরিচালক মো. নুরুল হুদা মামলাটি দায়ের করেন। মামলার ১ নাম্বার আসামি কক্সবাজার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাকির হোসেন খান, ২ নম্বর আসামি সিএমএসডি’র সহকারী পরিচালক ডাক্তার শাহজাহান সরকার’সহ বাকি ৬ জনই সরকারি কর্মকর্তা। তবে গ্রেফতার করা হয়েছে শুধু জেএমআই এর আব্দুর রাজ্জাককে। দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখতের দাবি, এই সরকারি কর্মকর্তারাও ছাড় পাবে না।

এর আগে, কোভিড–১৯ এর চিকিৎসার সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ তদন্তে জুলাই মাসে আবদুর রাজ্জাককে তলব করে জিজ্ঞাসাবাদ করে দুদক। তিনিসহ আরও কয়েকজনকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply