যুক্তরাষ্ট্রে নির্বাচন: প্রথম বিতর্কে মুখোমুখি ট্রাম্প-বাইডেন

|

যুক্তরাষ্ট্রে নির্বাচন: প্রথম বিতর্কে মুখোমুখি ট্রাম্প-বাইডেন

যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে আজ প্রথম টিভি বিতর্কে মুখোমুখি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

ওহাইয়ো রাজ্যের ক্লিভল্যান্ডের মঞ্চে হবে দুই মহারথীর লড়াই। স্থানীয় সময় রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ বিতর্কের অপেক্ষায় কয়েক কোটি ভোটার। ফক্স নিউজের সংবাদকর্মী ক্রিস ওয়ালেস পরিচালনা করছেন টিভি বিতর্কটি।

করোনা মহামারির কারণে স্টুডিওতে সীমিত সংখ্যক মানুষ থাকার অনুমতি পেয়েছেন। প্রথম বিতর্কে ট্রাম্পের আয়কর পরিশোধ এড়িয়ে যাওয়ার বিষয়টি গুরুত্ব পাওয়ার কথা। এ কারণেই, কয়েক ঘণ্টা আগে নিজেদের আয়কর রিটার্নের তথ্য প্রকাশ করেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবং তার রানিংমেট কমলা হ্যারিস।

গেলো বছর, বিরোধী প্রার্থী তিন লাখ ৪৬ হাজার ডলার কর পরিশোধ করেছেন। অন্যদিকে, গেলো ১৫ বছরের মধ্যে ১০ বছরই আয়কর দেননি ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply