ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় আজ

|

ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় আজ

ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় আজ। ভারতের সাবেক উপ-প্রধানমন্ত্রী এলকে আদভানিসহ ৪৮ অভিযুক্তের নাম রয়েছে অভিযোগপত্রে।

লখনৌর বিশেষ আদালতে ঘোষণা হবে ২৮ বছর পুরানো মামলার রায়। করোনা সংক্রমণের কারণে আদালতে থাকছেন না মধ্য প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী উমা ভারতী। চিঠিতে জানিয়েছেন, অভিযুক্ত প্রমাণিত হলেও জামিনের আবেদন করবেন না তিনি।

এছাড়া অনুপস্থিত থাকতে পারেন তালিকায় থাকা মুরলি মনোহর জোশি’সহ ক্ষমতাসীন বিজেপি’র বেশ ক’জন নেতা। মামলার দীর্ঘসূত্রতায় মৃত্যু হয়েছে, কট্টর হিন্দুপন্থি দল- শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরেসহ ১৬ অভিযুক্তের।

সিবিআই’র ১৯৯৩ সালের অভিযোগপত্রের ভিত্তিতে হবে এ মামলার রায়। ১৯৯২ সালে, অযোধ্যায় প্রায় ৫শ’ বছরের পুরোনো মসজিদটি ভেঙে ফেলে হিন্দু উগ্রবাদীরা। দাঙ্গায় প্রাণ যায় ৩ হাজার মানুষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply