বাবরি মসজিদ ধ্বংস মামলা, লালকৃষ্ণ আদভানিসহ সব আসামিকে বেকসুর খালাস

|

২৮ বছরের অপেক্ষা শেষে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস মামলার আজ রায় দিলেন আদালত। ভারতের সাবেক উপ-প্রধানমন্ত্রী এলকে আদভানিসহ ৪৮ অভিযুক্তকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় বিচারক বলেন, বাবরি মসজিদ ধ্বংস পূর্বপরিকল্পিত নয়। আচমকাই এই ঘটনা ঘটে।

৩২-এর মধ্যে ২৬ জন অভিযুক্ত আদালতে উপস্থিত ছিল। কোভিডের কারণে আসতে পারেননি উমা ভারতী, কল্যান সিং ও নৃত্যগোপাল। এছাড়া আদালতে আসেনি আদভানি, মুরলী মনোহর যোশীও।

সিবিআই’র ১৯৯৩ সালের অভিযোগপত্রের ভিত্তিতে এ মামলার রায় ঘোষণা হল। ১৯৯২ সালে, অযোধ্যায় প্রায় ৫শ’ বছরের পুরোনো মসজিদটি ভেঙে ফেলে হিন্দু উগ্রবাদীরা। দাঙ্গায় প্রাণ যায় ৩ হাজার মানুষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply