ডিজনিতে ২৮ হাজার কর্মী ছাঁটাই

|

ডিজনিতে ২৮ হাজার কর্মী ছাঁটাই

করোনার ধাক্কায় আর্থিক দুরবস্থার ভেতরে পড়া ওয়াল্ট ডিজনি ২৮ হাজার কর্মীকে সাময়িক এবং স্থায়ীভাবে চাকরিচ্যুত করার ঘোষণা দিয়েছে। বুধবার বিবিসি জানিয়েছে, ভুক্তভোগী কর্মীদের অধিকাংশই আমেরিকান।

চলতি বছরের শুরুতে করোনা ছড়িয়ে পড়ার দিনগুলোতে ডিজনি তাদের সব থিম পার্ক বন্ধ করে দেয়। এরপর কয়েকটি খুললেও দর্শনার্থী সংখ্যা সীমিত রয়েছে।

ডিজনির পার্ক ইউনিটের চেয়ারম্যান জোশ ডি’আমারো বিবৃতিতে বলেছেন, আমরা খুব কঠিন সিদ্ধান্ত নিলাম। এই মুহূর্তে বিকল্প পথ নেই।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি সাংহাই, হংকং, টোকিও এবং প্যারিসে ডিজনির পার্ক রয়েছে। নতুন ঘোষণা এই পার্কগুলোর জন্য প্রযোজ্য হবে না।

করোনার এই দিনগুলোতে প্রায় ১ লাখ কর্মীকে বেতন দিতে পারছে না ডিজনি। ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুসারে প্রায় অর্ধেক কর্মীর জন্য বেতন বন্ধ করলে এক মাসে ৫০ কোটি ডলার সাশ্রয় হবে প্রতিষ্ঠানটির।

করোনার মধ্যে তারা যা একটু টিকে আছে অনলাইনের কারণে। গত কয়েক মাসে ভালো ব্যবসা করছে ডিজনির অনলাইন স্ট্রিমিং সাইট ডিজনি প্লাস। এটি চালু হওয়ার পর থেকে মাত্র পাঁচ মাসে ৫ কোটিরও বেশি গ্রাহক সাবস্ক্রাইব করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply