রংপুরে বৃষ্টির চতুর্থ দিনেও পানি নামেনি

|

রেকর্ড বৃষ্টির চতুর্থ দিনেও পানি নামেনি রংপুরে

রেকর্ড বৃষ্টির চতুর্থ দিনেও পানি নামেনি রংপুরের বিভিন্ন ওয়ার্ডের।

শহরের প্রধান সড়ক থেকে কিছুটা পানি নামলেও নূরপুর, হনুমানতলা, মুলাটোলসহ বিভিন্ন এলাকা এখনও জলাবদ্ধ। ঘর থেকে বের হতে না পারায় দুর্ভোগে কাটছে বাসিন্দাদের। শ্যামা সুন্দরী খাল ভরাট ও ঘাঘটের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় পানি, ধীরগতিতে নামছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিটি কর্পোরেশন। এরইমধ্যে দুর্গতদের মধ্যে খাবার বিতরণ শুরু করেছে সিটি করপোরেশন ও জেলা প্রশাসন।

আবহাওয়া অফিস জানায়, শনিবার থেকে পরবর্তী ৯৬ ঘন্টায় রংপুরে ৪৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যা ১০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply