‘এমসি কলেজের আয়তন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়’

|

সিলেট এমসি কলেজের আয়তন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়। এছাড়াও অপ্রতুল সীমানা প্রাচীর ও আলোক স্বল্পতার বিষয়টিও নিরাপত্তায় ব্যঘাত ঘটেছে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।

বুধবার তদন্ত কমিটির প্রধান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) শহিদুল খবির চৌধুরী সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় করেনাকালে শিক্ষা মন্ত্রণালয় হোস্টেল খোলা রাখার নির্দেশনা দেয়নি- উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়টি প্রতিবেদনে উল্লখ করা হবে। এ ছাড়াও হোস্টেলের কক্ষে অস্ত্র উদ্ধারের বিষয়টিও তারা অবগত হয়েছেন।

তিনি আরও বলেন, তারা মূলত এ ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ভূমিকা ও অবস্থান বিষয়ে তদন্ত করছেন। তবুও তদন্ত কমিটির সদস্যরা পুলিশ, কলেজ প্রশাসন, নির্যাতিতা নারী ও তার স্বামীর সাথেও কথা বলেছেন। বৃহস্পতিবার এ বিষয়ে কমিটি প্রাথমিক প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবে। এর আগে বুধবার বিকেলে এমসি কলেজ ক্যাম্পাস ও হোস্টেল সরেজমিনে পরিদর্শন করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply