গ্রেফতার করা হলো কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে

|

গ্রেফতার করা হলো ভারতের বিরোধী দল কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গান্ধিকে। বৃহস্পতিবার দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের হাথরসে গণধর্ষণের শিকার মৃত নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে যাওয়ার পথে রাজ্যের গ্রেটার নয়ডায় তাদের কনভয় আটকে দিলে রাহুল ও কংগ্রেস নেতারা পুলিশি বাধা উপেক্ষা করে হাথরসের দিকে যেতে থাকেন। তারপরেই গ্রেফতার করা হয় রাহুল গান্ধিকে। খবর আনন্দবাজার পত্রিকার।

রাহুল-প্রিয়াঙ্কার আগমনের খবর শুনেই উত্তরপ্রদেশে ১৪৪ ধারা জারি করে রেখেছিল রাজ্য প্রশাসন। কোভিড বিস্তার রোধে সেখানে বাহির হতে কারো রাজ্যে প্রবেশ ঠেকাতেই এমন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। ফলে রাহুলকে ১৪৪ ধারা ভঙ্গ করার কথা জানানো হলে রাহুল পাল্টা পুলিশের বিরুদ্ধে ১৪৪’র অপব্যবহারের অভিযোগ তুলে নেতাকর্মীদের নিয়ে ১৪৪ ভেঙ্গে হাথরসের দিকে রওয়ানা হন।

কংগ্রেস জানায়, আগে থেকেই রাহুল-প্রিয়ঙ্কার হাথরসে যাওয়ার কথা বলা হয়েছিল। তারপরেই সেখানে ১৪৪ ধারা জারি করে বিজেপি প্রশাসন।

হাথরসের জেলাপ্রশাসক পি লস্কর জানিয়েছেন, রাহুল- প্রিয়াঙ্কার সফরের কোনও খবর স্থানীয় প্রশাসনের কাছে নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply