জামাল খাশোগি হত্যাকাণ্ডের ২ বছর আজ

|

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ২ বছর আজ। ২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢুকে হত্যাকাণ্ডের শিকার হন তিনি।

এর পর এখন পর্যন্ত খোঁজ মেলেনি তার মরহেদের। সেই সময় তুরস্কের একটি সংবাদমাধ্যমের দাবি করে, খাশোগির ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ এসিডে গলিয়ে নর্দমায় ফেলে দিয়েছে ঘাতকরা। বাদশা সালমান প্রশাসনের কট্টর সমালোচক ছিলেন খাশোগি। এই হত্যাকাণ্ডের পেছনে যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সংশ্লিষ্টতার জোরালো অভিযোগ থাকলেও তা বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন তিনি। তবে হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার জেরে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছে সৌদি প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply