করোনা আক্রান্ত ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে

|

ছবি: ইন্টারনেট।

অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে। গতকাল করোনায় আক্রান্ত হওয়ার পর এ সিদ্ধান্ত নিলো হোয়াইট হাউজ।

সিএনএন জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে। এর আগে স্থানীয় সময় বিকেলে হাসপাতালের উদ্দেশে হোয়াইট হাউস ত্যাগ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ হেলিকপ্টার মেরিন ওয়ানে করে হোয়াইট হাউস ত্যাগ করেন ট্রাম্প।

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের করোনা উপসর্গ ধীরে ধীরে দেখা দিচ্ছে। রাত থেকেই তার শরীরে হালকা জ্বর রয়েছে। তাকে কিছু ওষুধও দেয়া হয়েছে।

তবে মেলানিয়া ট্রাম্পকে হোয়াইট হাইজেই সেবা দেয়া হচ্ছে। হাসপাতালে নেয়ার আগে ট্রাম্পের এন্টিবডি টেস্ট করানো হয়। বৃহস্পতিবার তার ঘনিষ্ঠ এক সহযোগী করোনা আক্রান্ত হওয়ার পরই কোয়েন্টাইনে চলে যান তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply