করোনা মহামারিতে ধনকুবেরদের সম্পদ বেড়েছে ১০ ট্রিলিয়ন ডলারের বেশি

|

করোনাভাইরাস মহামারিতে ধনকুবের’দের সম্পদ বেড়েছে ১০ ট্রিলিয়ন ডলারের বেশি। সম্প্রতি সুইস ব্যাংক- UBS প্রকাশ করেছে এ তথ্য।

বছরের দ্বিতীয় প্রান্তিকেই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ বেড়েছে ২৭ শতাংশের বেশি। একইসময়, বিশ্বজুড়ে লাখো মানুষ হারিয়েছেন তাদের আয়-রোজগার।

মহামারির বিস্তাররোধে মার্চেই লকডাউন করা হয় বেশিরভাগ দেশ। সেসময়ই অনলাইনভিত্তিক সর্বোচ্চ বাণিজ্য করে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো। আধিপত্য বিস্তার করে পুঁজিবাজারে।

সুইস ব্যাংকটির তথ্য অনুসারে, আমাজনের মালিক জেফ বেজোস বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী; তার সম্পদের পরিমাণ ১৮৯ বিলিয়ন ডলার। যার ৭৪ বিলিয়ন ডলারই তিনি আয় করেছেন মহামারি চলাকালে। পরের অবস্থানেই রয়েছেন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান- টেসলার মালিক এলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ ১০৩ বিলিয়ন ডলার।

২০১৭ সালে সর্বাধিক ৮ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার বেড়েছিলো ধনী ব্যক্তিদের সম্পদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply