যেভাবে গত বছরের অকৃতকার্যদের ফলাফল মূল্যায়ন হবে

|

এবছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। শিক্ষার্থীর এসএসসি ও জেএসসি’র পরীক্ষার ফলাফল গড় বিবেচনা করে এইচএসসি’র পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

এছাড়া যারা গত বছর এক বা একাধিক বিষয়ে ফেল করেছে তাদের ফলাফলও এসএসসি ও জেএসসি’র ফলাফলের ভিত্তিতে বিবেচনা করা হবে।

আগামী ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। আজ বুধবার এক সংবাদ সম্মেলন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, কোন শিক্ষার্থী পরীক্ষা চলাকালীন করোনা আক্রান্ত হয় বা তার পরিবারের কেউ আক্রান্ত হয় তাহলে কিভাবে পরীক্ষা চলবে। এ নিয়ে আমরা ভেবেছি। বিভিন্ন বিশেষজ্ঞের সাথে আলাপ আলোচনা করে পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের নিরাপত্তার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলাফল মূল্যায়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply