রাখাইন রাজ্যে সেনাসমাবেশ করা হয়নি বলে দাবি মিয়ানমারের

|

বাংলাদেশের সীমান্তের কাছাকাছি মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাসমাবেশ করা হয়নি বলে বিজিবিকে জানিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী।

ঘুমধুম সীমান্ত ব্রিজের কাছে আয়োজিত দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠকে এ কথা জানায় মিয়ানমার সীমান্ত পুলিশ বিজিপি।

বৃহস্পতিবার বিকেলে ঘুমধুম চৌকির কাছে পতাকা বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান বিজিবি কক্সবাজার রিজিওনের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান।

বৈঠকে মিয়ানমারের প্রতিনিধি বিজিবিকে জানায়, বাংলাদেশ সীমান্ত বরাবর কোন ধরণের সেনা সমাবেশ করা হয়নি। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতার অংশ হিসেবে বিজিপি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এবং নতুন চৌকি নির্মাণসহ বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে। এগুলো সেনা সমাবেশ নয়।

ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বরাবর সড়ক নির্মাণ করা হচ্ছে। সীমান্ত সড়কের কাজ শেষ হলে শুরু হবে যৌথটহল। এতে দু’দেশে অনুপ্রবেশ বন্ধ হবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply