মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিকে কাজে রাখার অপরাধে মালিককে জরিমানা

|

মালয়েশিয়া প্রতিনিধি:

মালয়েশিয়ায় দুই অবৈধ বাংলাদেশিকে কাজে রাখার অপরাধে মালিককে ১২ হাজার রিঙ্গিত (বাংলাদেশি আড়াই লাখ টাকা) জরিমানা করেছে দেশটির আদালত।

বৃহস্পতিবার দেশটির তেরেংগানুর আদালতে মালিক তার দোষ স্বীকার করায় তাদের জরিমানা করে আদালত। আদালত সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটায় দেশটির তেরেংগানুর পুলাউ পেরেনতিহানের দ্বীপে অবস্থিত দু’টি রিসোর্ট হোটেলে অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় দুই বাংলাদেশিকে গ্ৰেফতার করা হয়।

এসময় অবৈধ অভিবাসী কাজে রাখার অপরাধে মালিকের বিরুদ্ধে অভিবাসন আইনের ধারায় তাদেরকে আদালতে দোষী সাব্যস্ত হলে তাদেরকে জরিমানা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply