পোস্টটা করা আমার ঠিক হয়নি: অনন্ত জলিল

|

যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে অনন্ত জলিল।

ধর্ষণে নারীর অশালীন পোশাককে দায়ী করে যে ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন, সেটি প্রত্যাহার করে নিয়ে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল।

রোববার রাতে যমুনা টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে দুঃখ প্রকাশ করেন তিনি। এসময় বলেন, ‘গতকালের ভিডিওতে তিনি মূলত মেয়েদেরকে শালীনতা বজায় রাখার কথা বলতে চেয়েছিলেন। অনেকেই বিষয়টিকে নেগেটিভভাবে নিয়েছেন।’

৬ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে জলিল বলেছিলেন, ‘অশালীন পোশাক ধর্ষণের কারণ’, ‘শালীন পোশাক পরা নারী কখনোই ধর্ষণের শিকার হন না’। চলচ্চিত্রাঙ্গনের অনেকে অনন্ত জলিলের এ ধরনের মন্তব্যে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। তারকাদের কেউ কেউ তাঁকে বয়কট করারও আহ্বান জানিয়েছেন।

যমুনা টিভির সাক্ষাতকারে জলিল বলেন, ‘আমার এখন যে ভিডিওটা আছে ফেসবুকে সেটা ৩মিনিট ৪৯ সেকেন্ডের। এই পুরো ভিডিওতে আমি বলেছি যারা ধর্ষণকারী তারা রুচিহীন, তারা মনুষ্যত্বহীন এবং তাদের বিচার হওয়া উচিৎ। তাদের উদ্দেশ্যে আমি বলেছি তোমরা যে নিজেদের বীরপুরুষ মনে করো আসলে তোমরা তো কাপুরুষ।’

জলিল বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেছি দোষীদের জাবজ্জীবন হোক, তাদের ফাঁসি হোক। তাদের কঠিনভাবে বিচার করা হোক। আমি যখন ভাই হিসেবে তাদের পোশাক নিয়ে একটা কথা বলেছি তখন তারা সেটা ভিন্নভাবে নিয়েছে। যেটা আমি আসলে তাদের পোশাককে উদ্দেশ্য করে বলিনি। এর ফলে আমি সাথে সাথে আরেকটা ভিডিও আপলোড করি। যেখানে আমি বলেছি যারা ধর্ষণ করে তাদের মানসিক সমস্যা রয়েছে। পোশাক এখানে কোন ভূমিকাই রাখে না। আমি দর্শকদের প্রতি শ্রদ্ধা রেখে পরে আবার ভিডিওর ওই অংশটুকু রিএডিট করে দিয়েছি।’

প্রথম ভিডিওর বিষয়ে আপনি অনুতপ্ত কিনা এমন প্রশ্নের জবাবে জলিল বলেন, ‘আমি আসলে তাদের ভাই হিসেবে পোশাকের বিষয়টার কথা বলেছিলাম। আমার প্রথম পোস্টটা করা ঠিক হয়নি।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply