ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার প্রস্তাব মন্ত্রিসভায় উঠছে আজ

|

আজ মন্ত্রিসভা বৈঠকে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া অনুমোদন দেয়া হতে পারে।

দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলন এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে সরকার এই পদক্ষেপ নিলো। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেবেন। সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যুক্ত থাকবেন।

মন্ত্রিসভায় আইনটি সংশোধনের প্রস্তাব অনুমোদন পেলে তা জাতীয় সংসদে পাসের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কার্যকর হবে। মূলত আইনের ৯ এর ১ ধারায় পরিবর্তন আনা হচ্ছে। এছাড়া আইনের আরও কয়েকটি স্থানেও ছোট ছোট পরিবর্তন আনার কথা ভাবছে আইনপ্রণেতারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply