ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, কালই অধ্যাদেশ জারি

|

ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’ এর সংশোধনীর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এছাড়া দুপুরে এক ব্রিফিংয়ে আইন মন্ত্রী আনিসুল হক বলেন, যেহেতু সংসদ অধিবেশন নেই, তাই ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করতে কালই রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করার প্রস্তুতি নিচ্ছি।

তিনি আরও বলেন, ধর্ষণ মামলায় দ্রুত আইনি প্রক্রিয়া নিষ্পত্তি করা হবে; নতুন, পুরনো সব মামলাই প্রাধান্য পাবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে আগ্রাধিকার দিয়ে ধর্ষণ মামলার বিচার শেষ করতে প্রধান বিচারপতির অনুরোধ জানান আইনমন্ত্রী।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বৈঠকে প্রধানমন্ত্রীসহ সবাই আইনটি সংশোধনে একমত হয়েছেন। মূল আইনের ৯ এর ১ ধারায় পরিবর্তন আনা হয়েছে। বিভিন্ন দেশের আইন পর্যালোচনা করে এটি করা হয়েছে।

সচিব জানান, সংসদ অধিবেশন না থাকায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন। পরবর্তী সংসদ অধিবেশনে এটি আইন হিসেবে পাস করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply