প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের সরিয়ে দিয়েছে পুলিশ

|

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের সরিয়ে দিয়েছে পুলিশ

প্যানেল গঠনের মাধ্যমে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের সরিয়ে দিয়েছে পুলিশ।

রাতেই প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়া হয়। এসময় বেশ কয়েকজনকে মারধোর ও হেনস্থা করা হয়েছে বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। টানা পঞ্চম দিনে এসেও দাবি আদায়ে সোচ্চার আন্দোলনকারীরা। তারা জানান, টানা আন্দোলন করতে গিয়ে রাতেও প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান করছিলেন তারা। মধ্যরাতে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দেয় তাদের।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর সদয়দৃষ্টি প্রত্যাশা করেন।

আন্দোলনকারীরা বলছেন, ২০১৮ সালে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্নদের প্যানেল গঠন করে শূন্যপদে নিয়োগ দেয়া হোক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply