আলুর দাম কমতে আরও ২০-২৫ দিন সময় লাগবে: কৃষিমন্ত্রী

|

আলুর দাম বৃদ্ধি বিষয়ে সরকার নীরব ভূমিকায় নেই, তবে দাম নিয়ন্ত্রণের কাজটা খুব কঠিন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী। তিনি জানান, আলুর দাম কমতে আরও ২০-২৫ দিন সময় লাগবে।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

এর আগে দেশে খুচরা পর্যায়ে আলুর দাম ৩০ টাকা কেজি নির্ধারণ করে দিয়েছে সরকার। হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলুর দাম বেধে দেওয়া হয়েছে ২৩ টাকা। গেলো কয়েকদিন ধরে আলুর বাজারে নৈরাজ্য দেখা দিয়েছে। রাজধানীর বাজারে আলু বিক্রি হয় মান ভেদে ৫০ থেকে ৬০ টাকা।

কৃষি বিপণন অধিদফতর বলছে, খুচরা পর্যায়ে দামের এই উল্লম্ফন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে নজরদারি জোরদার করার জন্যে জেলা প্রশাসক ও জেলা বাজার কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বছরে আলুর চাহিদা প্রায় ৭৭ লাখ টন। চলতি মৌসুমে উৎপাদন হয়েছে এক কোটি টন। বিপুল পরিমাণ আলু উদ্বৃত্ত থাকার পরও এবার দামে রেকর্ড তৈরি হয়।

ক্রেতাদের অভিযোগ, দাম বাড়ানোর জন্যই কৃত্রিম সংকট তৈরি করছেন ব্যবসায়ীরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply