ধর্ষণ মামলায় দেশে প্রথম মৃত্যুদণ্ডাদেশ

|

অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের মামলায় টাঙ্গাইলে ৫ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। রায়ে বলা হয়, ২০১২ সালে ভূঞাপুর উপজেলায় এক মাদরাসা শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করে সঞ্জিত ও গোপীসহ ৫ জন।

এ অভিযোগে ওই শিক্ষার্থী বাদি হয়ে মামলা দায়ের করেন। আট বছর শুনানি ও সাক্ষ্যগ্রহণ চলে। অভিযোগ প্রমাণ হওয়ায় আজ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় আসামি সঞ্জিত ও গোপী চন্দ্র শীল এজলাসে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক রয়েছে। একইসাথে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply