মির্জাপুরে ১৮ হাজার ৩৩ পিস ভারতীয় শাড়ি উদ্ধার

|

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে দুটি কাভার্ডভ্যান ভর্তি ভারতীয় শাড়ি উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার ভোর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থান থেকে শাড়িজব্দসহ কাভার্ডভ্যান দুটি আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার কলরোয়া উপজেলার দক্ষিণ দিঘনা গ্রামের জালাল উদ্দিনের ছেলে কাভার্ডভ্যান চালক নাজমুল হোসেন, সাতক্ষীরা সদরের আবুল মোহসীনের ছেলে কাভার্ডভ্যান চালক আকতারুল ইসলাম, সাতক্ষীরা সদরের এরফান আলী গাজীর ছেলে হেলপার মশিউর এবং সাতক্ষীরা সদরের দিদার উদ্দিনের ছেলে হেলপার নাসির উদ্দিন।

টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানায়, কাভার্ডভ্যান দুটি অবৈধ পথে ভারত থেকে আনা শাড়ি নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার ইসলামপুরে যাচ্ছিলো। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা নামক স্থানে মির্জাপুর থানার এসআই রুবেলের নেতৃত্বে পুলিশ কাভার্ডভ্যান দুটি আটক করে। এতে ১৮ হাজার ৩৩ পিস শাড়ি, ওড়না ১ হাজার ৮৫০ পিস, লেহেঙ্গা ০৩ পিস, গম ৯০ বস্তা। সর্বমোট মালামালের মূল্য অনুমানিক ছয় কোটি পাঁচ লক্ষ তিরাশি হাজার টাকা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply