বেশি দামে আলু বিক্রি করায় ফেনীতে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

|

ফেনী প্রতিনিধি:

সরকার দাম নির্ধারণ করার পরও বেশি দামে আলু বিক্রি করায় ফেনীতে ৩ আড়তদারের ৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে অধিদফতরের সহকারী পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।

সোহেল চাকমা জানান, বাজারে আলুর দাম তদারকিতে আজ ফেনী শহরের ইসলামপুরে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, আলুর পাইকারী দরে প্রতি কেজিতে সরকার নির্ধারিত ২৫ টাকার স্থলে ৪০-৪২ টাকায় আলু বিক্রি করছে ব্যবসায়ীরা। তাই বেশি দামে আলু বিক্রি করায় ওই আহমেদ ট্রেডার্স, এস বি ট্রেডার্স ও মেসার্স ইব্রাহিম ট্রেডার্সের প্রত্যেকের ৩ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলে তিনি জানান।

একই অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স সাহাব উদ্দিন নামীয় অপর একটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply