কাতারের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার ইঙ্গিত দিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

|

কাতারের ওপর থেকে অবরোধ তুলে নেয়ার ইঙ্গিত দিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। জানিয়েছেন, তিন বছর ধরে চলমান এ সংকট নিরসনে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা।

মার্কিন থিংক ট্যাংক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে একথা বলেন তিনি। জানান, নিরাপত্তার প্রশ্নে ছাড় না দিয়ে সমাধানের পথ খোঁজা হচ্ছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাথে বৈঠকের পর প্রিন্স ফারহান।

সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে ২০১৭ সাল থেকে কাতারের ওপর অবরোধ দিয়ে রেখেছে পারস্য উপসাগরীয় চার দেশ। যদিও বরাবরই অভিযোগ অস্বীকার করে এসেছে কাতার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply