বাগেরহাটে একটি শিশু ধর্ষণ মামলার রায় হতে পারে আজ

|

বাগেরহাট প্রতিনিধি:

বিচার শুরুর মাত্র এক সপ্তাহের মধ্যে বাগেরহাটে শিশু ধর্ষণের একটি মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে আজ।

রোববার বাদি ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে সোমবার রায় ঘোষণার দিন ধার্য করেন বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি রনজিৎ কুমার মন্ডল।

মামলায় বলা হয়, গত ৩ অক্টোবর মোংলা উপজেলায় একটি আশ্রয়ণ প্রকল্প এলাকায় প্রতিবেশি আব্দুল মান্নান কৌশলে ৭ বছরের শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করে। ঐ দিন রাতেই তাকে আসামি করে মামলা করে ভুক্তভোগী পরিবার। পরে মান্নানকে গ্রেফতার করে পুলিশ।

তদন্ত শেষে ১১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরদিন আদালতে অভিযোগ গঠন হয়। ১৩ অক্টোবর থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। মামলায় মোট ১৬ জনের সাক্ষ্য নেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply