মাত্র ৮ দিনের ব্যবধানে বসলো পদ্মা সেতুর ৩৩-তম স্প্যান

|

আজ বসছে পদ্মা সেতুর ৩৩তম স্প্যান

মাত্র ৮ দিনের ব্যবধানে পদ্মা সেতুতে বসানো হয়েছে ৩৩-তম স্প্যানটি। এর মাধ্যমে সেতুর প্রায় ৫ কিলোমিটার দৃশ্যমান হলো।

৩৩-তম স্প্যানটি বসানোর ফলে পদ্মা সেতুর ওপর আর মাত্র আটটি স্প্যান বসানো বাকি থাকলো।

পদ্মা সেতুর প্রকৌশল বিভাগ জানিয়েছে, করোনা ও বন্যার কারণে স্প্যান বসানোর কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছিল। বর্তমানে পদ্মা নদীতে পানির গভীরতা অনুকূলে আসায় প্রকৌশলীরা স্প্যান বসানোর কাজে গতি এনেছেন।

এর আগে, গত ১১ অক্টোবর পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হয় ৩২তম স্প্যান। ৩১তম স্প্যান বসানোর ৪ মাস পর এই স্প্যানটি বসানো হয়েছিল। প্রকল্পের মেয়াদ বাড়ানোর ফলে, মূল সেতুর কাজ শেষ হবে আগামী বছরের ৩০ জুন। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply