পুলিশ ফাঁড়িতে যুবক হত্যা: তিন কনস্টেবলের জবানবন্দি গ্রহণ

|

পুলিশ ফাঁড়িতে নিহত রায়হান।

সিলেট বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে যুবক রায়হানের মৃত্যুর ঘটনায় সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছে কনস্টেবল শামীম, সাইদুর ও দেলোয়ার।

সোমবার দুপুরে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কনস্টেবল শামীম, সাইদুর ও দেলোয়ারকে হাজির করা হয়। সেখানে সাক্ষী হিসেবে তাদের জবানবন্দি রেকর্ড করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, ঘটনার সময় যারা ফাঁড়িতে কর্মরত ছিলেন, তাদের মধ্যে চার জনকে সাসপেন্ড ও তিন জনকে ক্লোজ করা হয়। বাকিরা এখনও কর্মরত। তাদের মধ্যেই তিন জনের সাক্ষ্য নেয়া হয় আজ।

মূল অভিযুক্ত ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর পলাতক। ১১ অক্টোবর রাতে রায়হানকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করে পরিবার। বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে তাকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় বলে দাবি তাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply