করোনা: বিশ্বজুড়ে একদিনে সংক্রমণ ৩ লাখ ৮১ হাজারের বেশি, মৃত্যু ৬ হাজার

|

করোনা: বিশ্বজুড়ে একদিনে সংক্রমণ ৩ লাখ ৮১ হাজারের বেশি, মৃত্যু ৬ হাজার

বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার ২শ’ প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজারের বেশি। মহামারিতে মৃতের সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ছুঁইছুঁই; মোট আক্রান্ত ৪ কোটি সোয়া ১০ লাখ মানুষ।

মঙ্গলবার দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। নতুন করে ৯শ’র বেশি প্রাণহানির পর, দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ২৬ হাজার। ৬০ হাজার মানুষের দেহে মিলেছে কোভিড নাইনটিন। ফলে আক্রান্তের সংখ্যা ৮৫ লাখের বেশি।

এদিকে ৭ শতাধিক মৃত্যুতে ভারতে প্রাণহানি ১ লাখ ১৬ হাজারের মতো। অর্ধলাখের বেশি সংক্রমণ শনাক্তে, মোট আক্রান্ত সাড়ে ৭৬ লাখ মানুষ। ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৫ হাজার; আক্রান্ত পৌঁনে ৫৩ লাখ।

এ পর্যন্ত প্রায় ৮৭ হাজার মৃত্যু দেখেছে মেক্সিকো। আবারও দিনে ৪শ’র মতো মৃত্যু দেখেছে আর্জেন্টিনা। সেকেন্ড ওয়েভের মুখে ভাইরাসের ঊর্ধ্বমুখী বিস্তার অব্যাহত ফ্রান্স-ইতালি-যুক্তরাজ্যে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply