পূজায় আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে করোনা: মোদি

|

ভারতে আসন্ন পূজায় আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে করোনাভাইরাস। মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে এই সতর্কবার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উৎসবের সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

মোদি বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি মাস্ক ব্যবহার করতে হবে। সবার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও আবারও ভয়াবহ আকার ধারণ করতে পারে কোভিড নাইনটিন। তাই ভ্যাকসিন আবিস্কারের আগ পর্যন্ত সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ভারতে ভ্যাকসিন আবিস্কারে বেশ অগ্রগতি হয়েছে। সবার জন্য করোনার ভ্যাকসিন নিশ্চিতে কাজ করছে সরকার।

নরেন্দ্র মোদি বলেন, সবার আগে সরকারের নজর করোনার ভ্যাকসিন আবিষ্কারের দিকে। যত দ্রুত সম্ভব সবার হাতে পৌঁছে দিতে চাই টিকা। তবে খেয়াল রাখতে হবে আনন্দ করতে গিয়ে যেন পরিবার নিরাপত্তাকে হুমকির মুখে না ফেলি। কারণ লকডাউন শেষ হলেও করোনা শেষ হয়ে যায়নি। >


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply