তৃতীয় দিনের মতো ধর্মঘটে পণ্যবাহী নৌ যান শ্রমিকরা

|

তৃতীয় দিনের ধর্মঘটে পণ্যবাহী নৌ যান শ্রমিকরা

খাদ্য ভাতার দাবিতে পণ্যবাহী নৌ যানের শ্রমিকরা তৃতীয় দিনের ধর্মঘট করছে। এতে পণ্য পরিবহন ও খালাসে অচলাবস্থা তৈরি হয়েছে।

চট্টগ্রাম বন্দরে বহির্নোঙ্গর থেকে পণ্য খালাস বন্ধের পাশাপাশি বন্ধ হয়ে গেছে সারাদেশে নৌ পথে পণ্য পরিবহনও। চলছে না লাইটার জাহাজ, অয়েল ট্যাঙ্কার ও বাল্কহেড কার্গো।

শ্রমিকরা বলছেন, মূল বেতন থেকে খাদ্য ভাতা কেটে নেয়ার পর নূন্যতম বেতন থাকে সাত হাজার টাকা। যা দিয়ে সংসার চালানো কঠিন। মঙ্গলবার মতিঝিলে বিআইডব্লিউটিএ’র অফিসে শ্রমিক ও নৌ-মালিকদের বৈঠকে ১১ দাবির মধ্যে ১০ বিষয়ে সমাধান হলেও খাদ্যভাতার বিষয়টি সুরাহা হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply